আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কামরুজ্জামান রাব্বি’র ‘মনের মানুষ মেলেনা’

কামরুজ্জামান রাব্বি’র ‘মনের মানুষ মেলেনা’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০২১ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : গীতিকবি সুরকার ও সঙ্গীত শিল্পী শহীদ আলবেরুনী বিপুল’র লেখা ও সুরে ম্যাজিক বাউলিয়ানার স্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কামরুজ্জামান রাব্বি’র কন্ঠে ‘পদ্মা মিউজিক’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে ‘মনের মানুষ মেলেনা’। ‘আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো’ গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কামরুজ্জামান রাব্বি ইতিমধ্যে নানা ঘরানার মৌলিক গান গেয়ে স্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছেন। তারই ধারাবাহিকতায় গীতিকার এস, এ বিপুলের লেখা ও সুরে দ্বিতীয় গান রিলিজ হয়েছে। গানটি টাঙ্গাইলের মহেড়া জমিদার বাড়ির অসাধারণ লোকেশনে চিত্রায়িত করেছেন উদীয়মান তরুন পরিচালক আবির স্বপ্নবাজ। সঙ্গীত পরিচালক রিয়েল আশিকের সঙ্গীতায়োজনে ভিডিওটিতে অভিনয় নৈপুন্য দেখিয়েছেন আরও দুজন অভিনেতা অভিনেত্রী সাইফ খান ও প্রিয়াঙ্কা জামান। সাথে ছিলেন দিনা মনি ও শুভ।