আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় কামাল লোহানী ক‌রোনায় আক্রান্ত

কামাল লোহানী ক‌রোনায় আক্রান্ত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৯, ২০২০ , ৩:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  হাসপাতা‌লে ভ‌র্তি প্রবীণ সাংবা‌দিক ও সাংস্কৃ‌তিক ব্যক্তিত্ব কামাল লোহানী ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। ক‌রোনা পরীক্ষায় তাঁর রি‌পোর্ট প‌জি‌টিভ এসেছে।

কামাল লোহানী‌কে বুধবার (১৭ জুন) সকা‌লে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। হাসপাতা‌লে ভ‌র্তির পর তাঁর শারী‌রিক অবস্থার আরো অবনতি হয়েছে।  পরে তার করোনা পরীক্ষা করা হয়।

ছেলে সাগর লোহানী ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলথ এন্ড হোপ হাসপাতা‌লে বাবার করোনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার তার পরীক্ষার ফল পজিটিভ আসে। তিনি আরো বলেন, তাঁর বাবার উন্নত চি‌কিৎসার জন্য জরুরি ভি‌ত্তি‌তে সিএমএইচ-এ স্থানান্তর প্রয়োজন।

‌কামাল লোহানী‌ দীর্ঘ দিন থে‌কে বার্ধক্যজ‌নিত নানা সমস্যায় ভুগ‌ছেন। গত মা‌সেও তি‌নি অসুস্থ হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি ছিলেন।