আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কালাইয়ে আ’লীগ প্রার্থীর পথসভায় ককটেল বিস্ফোরণ, আহত ৩

কালাইয়ে আ’লীগ প্রার্থীর পথসভায় ককটেল বিস্ফোরণ, আহত ৩


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৫, ২০২০ , ১১:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগদলীয় মেয়র প্রার্থী বেলাল তালুকদারের পথসভায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে কালাই পৌরসভার কর্মকারপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কালাই উপজেলার মাত্রাই মোল্লাপাড়ার মৃত আবদুল জব্বারের ছেলে আবদুল লতিফ (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, কালাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হালিমুল আলম জন মারা যাওয়ায় আগামী ১০ অক্টোবর মেয়র পদে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় রোববার রাতে নৌকা মার্কার প্রার্থী বেলাল তালুকদার নেতাকর্মী নিয়ে পথসভা পৌরসভার কর্মকারপাড়ায় যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই সভাস্থলে বিকট শব্দে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আওয়ামী লীগ কর্মী আবদুল লতিফসহ কমপক্ষে তিনজন আহত হন। লতিফকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আরও দুজনকে নিয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাদের পরিচয় পাওয়া যায়নি। কালাই থানার ওসি সেলিম মালিক জানান, দুটি ককটেল বিস্ফোরিত ও দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী সময় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।