আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কালীগঞ্জে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

কালীগঞ্জে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Lalmonirhatলালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পবিত্র কুমার রায় (২৮) নামে এক বিদ্যু‍ৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৭জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপাল রায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পবিত্র কুমার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিনের কাজীরহাট গ্রামের ধীজেন্দ্র নাথ রায়ের ছেলে এবং স্থানীয় বিদ্যুৎ শ্রমিক।

কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হক জানান, গোপাল রায় এলাকায় একটি বাশ ঝাড়ের ডাল কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন পবিত্র কুমার রায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল তদন্ত করে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।