আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কায়রো-তেলআবিব সরাসরি ফ্লাইট চালু করছে ইজিপ্ট এয়ার

কায়রো-তেলআবিব সরাসরি ফ্লাইট চালু করছে ইজিপ্ট এয়ার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২১ , ১১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : মিসরের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইজিপ্ট এয়ার ইসরাইলের তেলআবিবে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে এ বছরের অক্টোবরে। সোমবার দেশটির গণমাধ্যম এ খবর জানিয়েছে। এ ছাড়া ইসরাইলি ব্রডকাস্টিং করপোরেশ নেটওয়ার্কের খবরে বলা হয়েছে— কয়েক যুগ পর আবারও কায়রো-বেন গুরিয়ন রুটে বিমান চলাচল শুরু হচ্ছে। খবর আনাদোলুর। আগামী অক্টোবর থেকে এ রুটে বিমান চলাচল শুরু হচ্ছে। প্রথমে সপ্তাহে চারটি করে ফ্লাইট চলবে। পরে ধীরে ধীরে বিমানের সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও খবরে বলা হয়। ১৯৮০ দশক থেকে কায়রো-তেলআবিব রুটে যাত্রীসেবা দিয়ে আসছে এয়ার সিনাই নামে একটি অখ্যাত বিমান সংস্থা। এয়ার সিনাই কোনো দেশের পতাকা বহন করে না।
তবে সরাসরি দেশ দুটির মধ্যে বিমান চলাচলের এ খবর কোনো দেশই রাষ্ট্রীভাবে প্রকাশ করেনি। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা প্রথম আরব দেশ মিসর। ১৯৭৯ সালে দেশ দুটির মধ্যে এ ব্যাপারে চুক্তি হয়।