আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// কিশোরগঞ্জের কুলিয়ারচরে মদ্যপানে ৪ জনের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মদ্যপানে ৪ জনের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৬, ২০২৩ , ১:৪০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মদ্যপান করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ ৪ জন মারা গেছেন। অপর তিনজন হলেন, জহির রায়হান (জজ মিয়া), গোবিন্দ বিশ্বাস ও দিলু মিয়া। এছাড়া হাবিবুর রহমান নামের আরেকজন ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে। এরা সবাই রোববার রাতে মদ্যপান করেছিলেন।
স্থানীয় সূত্র জানায়, কুলিয়ারচরে একটি মদের দোকান থেকে তারা রোববার রাতে মদ্যপান করে বাসায় যাওয়ার পর বমি করতে থাকে। পরে তাদের পরিবারের সদস্যরা রাতেই স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সোমবার সকালে একের পর এক তারা হাসপাতালে মারা যান। হাবিবুর রহমানকে মুমূর্ষূ অবস্থায় রাতে ঢাকায় চিকিৎসার জন্য পাঠালে তিনি সেখানে লাইফ সাপোর্টে আছেন। কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার কথা স্বীকার করে বলেন, তারা মদ্যপান করে এর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।