আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কুকুরের তাড়া খেয়ে কূপে আটকে থাকা যুবক উদ্ধার

কুকুরের তাড়া খেয়ে কূপে আটকে থাকা যুবক উদ্ধার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২০ , ৩:০৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :    কুকুরের তাড়া খেয়ে ৬ দিন কূপে আটকে থাকা ব্রিটিশ যুবককে উদ্ধার করা হয়েছে বলে জানাগেছে। এই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ব্রিটিশ যুবক জ্যাকব রবার্ট (২৯) কুকুরের তাড়া খেয়ে বালির পেকাতো নামের একটি গ্রামে ৪ মিটার গভীর একটি কূপে পড়ে যান। কূপটিতে পানি না থাকায় সেখানে পড়ে তার পা ভেঙে যায় তার। এ অবস্থায় ছয় দিন সেখানে আটকা পড়ে থাকেন। কূপটির তলানিতে জমে থাকা সামান্য পানি পান করে তিনি ওই ছয় দিন বেঁচে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বালির দক্ষিণ কুতা এলাকার পুলিশপ্রধান ইউসাক আগুসটিনাস বলেন, শনিবার গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে কূপ থেকে যখন তাকে উদ্ধার করতে যাই, তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। টানা ছয় দিন না খেতে পেরে আর ভাঙা পায়ের ব্যথায় একেবারে শুকিয়ে রোগা হয়ে গেছে তার দেহ।

তিনি জানান, বালিতে বেড়াতে এসে লকডাউনের কবলে পড়ে দেশে ফিরতে পারেননি ওই ব্রিটিশ যুবক। পরে স্ট্রেচারে করে উদ্ধারকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানেই তার চিকিৎসা চলছে।