আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কুষ্টিয়ায় দেড় হাজার বোতল ফেনসিডিল জব্দ

কুষ্টিয়ায় দেড় হাজার বোতল ফেনসিডিল জব্দ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৯:১৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


19কাগজ অনলাইন প্রতিবেদক: কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা এলাকা থেকে এক হাজার ৫১৭ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে এ ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া ডিবি পুলিশের উপ-পরির্দশক (এসআই) আব্দুল হালিম জানান, কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক দিয়ে মাদকদ্রব্য ভর্তি একটি ট্রাক আসছিল। খবর পেয়ে ওই সড়কের আইলচারা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫১৭ বোতল ফেনসিডিলসহ ট্রাকটি আটক করা হয়।

তবে, অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রাকের চালক ও হেলপার আগেই ট্রাক ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।