আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় কুয়েতের কারাগারে এমপি পাপুল

কুয়েতের কারাগারে এমপি পাপুল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২০ , ৬:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক : অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতে বাংলাদেশের সংসদ সদস্য (লক্ষ্মীপুর-২) মোহাম্মাদ শহীদুল ইসলাম পাপুলকে ২১ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। কুয়েতের অ্যাটর্নি জেনারেলের নির্দেশে বুধবার দেশটির কেন্দ্রীয় কারাগারে পাপুলকে পাঠানো হয়। খবর আরব টাইমসের

পাপুলের বিরুদ্ধে মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ এনেছেন অ্যাটর্নি জেনারেল। তার সঙ্গে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। এরমধ্যে একজন বাদে বাকিদের জেলে পাঠানো হয়েছে। একটি সংস্থার মালিককে ২ হাজার কুয়েতি দিনারের অর্থদণ্ডে জামিন দেওয়া হয়েছে।

গত ৭ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে সাংসদ পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের পুলিশ।