আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় কৃত্রিম প্রজনন টেকনিশিয়ানদের চাকরি জাতীয়করণের দাবি

কৃত্রিম প্রজনন টেকনিশিয়ানদের চাকরি জাতীয়করণের দাবি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১২:১১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Druঅনলাইন ডেস্ক: কৃত্রিম প্রজনন টেকনিশিয়ানদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান কল্যাণ পরিষদ।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা টেকনিশিয়ানরা দীর্ঘদিন যাবৎ প্রত্যন্ত অঞ্চলে নিষ্ঠার সাথে কৃত্রিম প্রজজন নিয়ে কাজ করে আসছি, যার ফল ফলশ্রুতিতে বাংলাদেশ প্রাণী সম্পদ উন্নয়নের পাশাপাশি দুধ ও মাংস উৎপাদনে এগিয়ে যাচ্ছে।

বর্তমান সরকারের ভিশন টোয়েন্টি ওয়ান বাস্তবায়নে বাংলাদেশ উন্নয়ন কর্মকাণ্ড সারা বিশ্বের কাছে তুলে ধরছে কিন্তু এ অবস্থায় আমরা টেকনিশিয়ারা পিছিয়ে আছি। তাই বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে পদ সৃজন করে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল রেখে কৃত্রিম প্রজনন টেকনিশায়নদের অতি দ্রুত সরকারিভাবে নিয়োগ প্রদান করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব সামিউল হক রতন, যুগ্ম আহ্বায়ক শামিম আহমেদ প্রমুখ।