আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘কেউ জানে না, চার-পাঁচটা ম্যাচ জিততেও পারি’

‘কেউ জানে না, চার-পাঁচটা ম্যাচ জিততেও পারি’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২০, ২০২৩ , ৩:৩৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক :  প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে জয় দিয়ে শুরুর পর হ্যাটট্রিক হারে এলোমেলো বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সে এলোমেলো হলেও স্বপ্ন দেখা বন্ধ করেনি সাকিব আল হাসানের দল। ভার‍তের বিপক্ষে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত মনে করেন, বাকি ম্যাচগুলোতেও জয় সম্ভব।  ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে শান্ত জানান, একটি জয় বদলে দিতে পারে মোমেন্টাম, ‘আমাদের একটা ভালো ম্যাচ খেলা দরকার। একটা ম্যাচ মোমেন্টাম বদলে দিবে। এখনও ৫ ম্যাচ বাকি। কেউই জানে না,। ৪-৫টা ম্যাচ জিততেও পারি।’

গতকাল টস জিতে ব্যাটিং নেন সাকিব আল হাসানের পরিবর্তে অধিনায়কত্ব করা শান্ত। বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ২৫৫ রান করে। তাড়া করতে নেমে ভারত ৫১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। এবার বাংলাদেশের সামনে আরেক শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা।