আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কেনো ইলন মাস্ককে ধন্যবাদ দিচ্ছে চীনা কর্মকর্তারা

কেনো ইলন মাস্ককে ধন্যবাদ দিচ্ছে চীনা কর্মকর্তারা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২২ , ১১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : বিশ্বের সবথেকে বেশি সম্পদের মালিক এবং টেসলা সিইও ইলন মাস্ক চীনা সরকারি কর্মকর্তাদের প্রশংসা ও ধন্যবাদে ভেসে যাচ্ছেন। তাইওয়ান নিয়ে তার সাম্প্রতিক বক্তব্যের পর থেকেই চীনের সুনজর পাচ্ছেন তিনি। দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেয়া ওই সাক্ষাৎকারে মাস্ক তাইওয়ান নিয়ে যা বলেছেন তাকে ‘চীনপন্থী’ বলে মনে করছে বেইজিং। এতে মাস্ক বলেন, তাইওয়ানের উচিৎ চীনের অধীনে থাকা। তবে তিনি এ জন্য হংকং-এর থেকেও সহজ কোনো চুক্তির কথা বলেন। তার ভাষায়, ‘আমার পরামর্শ হচ্ছে…তাইওয়ানকে একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল করা হোক, এটি তুলনামূলক বেশি শান্তিপূর্ণ হবে। যদিও এটিও খুব সম্ভবত সবাইকে খুশি করতে পারবে না। তবুও তাইওয়ান চাইলে হংকং-এর থেকেও সহজ কোনো একটি চুক্তিতে যেতে পারে চীনের সঙ্গে।’ গ্যাজেটস নাউ এক রিপোর্টে জানিয়েছে, মাস্কের ওই চীনপন্থী অবস্থানের পর থেকেই তার প্রশংসায় মেতেছেন চীনের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গাং টুইটারে বলেন, তাইওয়ান স্ট্রেইটে শান্তির আহ্বান জানানোয় আমি ইলন মাস্ককে ধন্যবাদ দিতে চাই। তিনি তাইওয়ানকে বিশেষ প্রশাসনিক অঞ্চল করার যে প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানাই আমি। সত্যি বলতে, শান্তিপূর্ণভাবে অন্তর্ভূক্তিকরণ এবং ‘এক দেশ, দুই নীতি’র ভিত্তিতেই আমরা তাইওয়ান সংকটের সমাধান করতে চাই। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং রয়টার্সকে বলেন, তাইওয়ান সম্পূর্ণ চীনের আভ্যন্তরীণ বিষয়। কীভাবে তাইওয়ান ইস্যুর সমাধান করা হবে তা নিয়ে চীনের অবস্থান একেবারেই স্পষ্ট। আমরা শান্তিপূর্ণভাবে পুনর্মিলনে বিশ্বাসী। সেখানে এক দেশ দুই নীতি চলবে। তবে এর আগে তাইওয়ানের স্বাধীনতার যে বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা রয়েছে তা মোকাবেলা করবো। পাশাপাশি বাইরের শক্তির নাক গলানোর চেষ্টা এবং আমাদের স্বার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে যাব।