আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কেন মাধুরীর সাথে কখনো অভিনয় করেননি অমিতাভ?

কেন মাধুরীর সাথে কখনো অভিনয় করেননি অমিতাভ?


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২০ , ৭:২১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় দুই তারকার একজন হলেন অমিতাভ বচ্চন এবং অপরজন হলেন ‘ধকধক গার্ল’ খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এই দুই তারকাই নিজেদের নিজ নিজ অবস্থান থেকে ব্যাপক জনপ্রিয় হলেও তাদের দীর্ঘ ক্যারিয়ারে কখনোই একসাথে পর্দা শেয়ার করা হয়নি। কিন্তু কেন এমনটি হয়েছিল? এর পেছনে কী কাহিনী ছিল? অনেকের জানার কৌতুহল। ৮০ দশকের শুরুর দিকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ক্যারিয়ারের শুরুতে সাফল্যের তেমন স্বাদ না পেলেও পরবর্তীতে অভিনেতা অনিল কাপুরের বিপরীতে বেশ কিছু সিনেমাতে পর্দা মাতিয়েছিলেন মাধুরী। যার ভেতর বেটা, তেজাব, হিফাজত, পারিন্দা সহ আরো বেশ কিছু সিনেমা উল্লেখযোগ্য। সেসময় তার এই সাফল্যে মুগ্ধ হয়ে অনেক সিনেমার প্রস্তাব আসতে থাকে, যার ভেতর একটি সিনেমার প্রস্তাব ছিল অমিতাভ বচ্চনের বিপরীতে কাজ করার। কিন্তু জানা যায় যে, সেসময় অনিল কাপুর মাধুরীকে সেই প্রস্তাব গ্রহণে বাধা দেয়। ফলে কাজটি থেকে সরে এসেছিলেন মাধুরী। তার তাতেই ক্ষিপ্ত হয়ে অমিতাভ বচ্চনের মত একজন মেগাস্টার আর কখনই কোন সিনেমাতে মাধুরী বিপরীতে অভিনয় করতে চাননি। এবং এখন পর্যন্ত এই দুই মেগাস্টারকের একসঙ্গে পর্দায় দেখা যায়নি।