কেরানীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১২:১৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ট্রাক চাপায় মো. শাহীন মিয়া (৩৮) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
সোমবার ( ০৬ জুন ) সকাল ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহীন মিয়া কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের দক্ষিণ ধর্মশুর গ্রামের মৃত আন্তার আলীর ছেলে।
নিহতের মামা হান্নান মিয়া জানান, শাহীন সিএনজি গ্যাস নেওয়ার জন্য কেরানীগঞ্জের কদমতলী থেকে রাজধানীর পোস্তগোলায় যাচ্ছিলো। এ সময় হাসনাবাদ এলাকায় ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ের সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মট্রো ট ১৬-৪৩৮৭) সিএনজিটিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে এ দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান তিনি।