আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কেরালায় নৌকাডুবিতে ২১ জনের মৃত্যু

কেরালায় নৌকাডুবিতে ২১ জনের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৩ , ৩:০৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


বিনোদন ডেস্ক : কেরালায় পর্যটকবাহী নৌকাডুবিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।   মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (৭ মে) সন্ধ্যায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে প্রায় ৩০-৪০ যাত্রী জন যাত্রী নিয়ে একটি নৌকা উল্টে যায়।  এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু।

কেরালার মন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই শিশু। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে রোববার রাতে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিহতদের প্রত‌্যেক পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন।