আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের ভিন্ন ধরণের বর্ষবরণ

কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের ভিন্ন ধরণের বর্ষবরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২০ , ৯:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


গোপালগঞ্জ (কোটালীপাড়া)  : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ভিন্ন ভাবে নতুন বছরকে বরণ করে নিয়েছেন। তবে তাদের এই বর্ষবরণে ছিল না কোন আনুষ্ঠানিকতা। কোন কর্মকর্তাই পড়েনি কোন নতুন পোশাক। আয়োজন করা হয়নি পান্তা-ইলিশে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে। এসব কর্মকর্তা তাদের নিজেদের বেতনের টাকা দিয়ে প্রায় দুই শতাধিক নিরন্ন মানুষদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। যতদিন করোনা থাকবে ততদিন এ সকল কর্মকর্তা তাদের বেতনের একটি অংশ নিরন্ন মানুষদের জন্য ব্যয় করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান। তবে আগামীতে তারা ভিন্ন ভাবে খাদ্যসামগ্রী বিতরণ করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এ ক্ষেত্রে টিম কোটালীপাড়া নামে একটি ফেসবুক পেইজ খোলা হয়েছে। চালু করা হয়েছে একটি মোবাইল সেবা হটলাইন। নিরন্ন মানুষদের পক্ষ থেকে এই ফেসবুক পেইজ বা মোবাইল হটলাইনে যোগাযোগ করলেই তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। সরকারি কর্মকর্তাদের এই উদ্যোগকে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাগত জানিয়েছে। নাম প্রকাশ না করা শর্তে উপজেলা সদরের এক বাসিন্দা বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। করোনাভাইরাসের কারণে বিগত ১মাস ধরে আমার ব্যবসা বন্ধ। বর্তমানে সংসার চালানো আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় আমি উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করলে পহেলা বৈশাখের দিনে আমার বাড়িতে তিনি গোপনে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, আমাদের উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ যে উদ্যোগটি গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। এসব কর্মকর্তাগণ তাদের রুটিন মাফিক দাপ্তরিক কাজের বাহিরে এসে এই দুর্যোগময় সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তারা তাদের নিজেদের বেতন দিয়ে নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন। এটা কোটালীপাড়ায় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক রতন সেন কংকন বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অনেক শ্রমজীবী মানুষ আছে যারা প্রকাশ্যে ত্রাণ নিতে পারেনা। আবার ক্ষুধার জ্বালা সহ্যও করতে পারেনা। এসব মানুষদের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের নেতৃত্বে সরকারি কর্মকর্তারা টিম কোটালীপাড়া গঠন করেছেন। এই টিম কোটালীপাড়া ত্রাণ বিতরণের জন্য যে ফেসবুক পেইজ ও মোবাইল সেবা হটলাইন চালু করেছেন তাহা একটি ভাল উদ্যোগ। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, আমরা টিম কোটালীপাড়া আমাদের সর্বোচ্চটুকু দিয়ে জাতির এই দুঃসময়ে মানুষের পাশে থাকতে চাই। যে সকল পরিবার দেখতে সচ্ছল কিন্তু প্রকৃত পক্ষে অসচ্ছল এবং সংকোচে কাউকে তাদের সমস্যার কথা বলতে পারে না আমরা এ সকল মানুষদের নীরবে সেবা দিতে চাই।