আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল

কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৭:২৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


11কাগজ অনলাইন প্রতিবেদক: ফেডারেশন কাপের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ স্থান দখল করেছে তারা।

মুক্তিযোদ্ধা এই ম্যাচে হারলেও শেষ আট নিশ্চিত করেছে। আর গ্রুপ পর্বে কোনো ম্যাচে জিততে না পেরে বিদায় নিয়েছে চট্টগ্রাম আবাহনী।

এদিন খেলার ২৯ মিনিটে লিড নেয়া শেখ রাসেল। মিডফিল্ডার মোনায়েম খান রাজুর ক্রস থেকে পাওয়া বল জালে জড়িয়ে দেন ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড জীন জে ইকাঙ্গা।

এর তিন মিনিটের মাথায় দলের লিডকে ডাবলে নিয়ে যান শাহেদুল আলম। ৩০ গজ দূর থেকে ডান পায়ের শক্তিশালী কিকে গোল করেন তিনি।

বিরতিতে যাওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় শেখ রাসেল। ৪৪ মিনিটে ফরোয়ার্ড পল এমিলি দুর্দান্ত এক শটে গোল করেন। এই গোলে অবদান রাখেন জীন জে ইকাঙ্গা।

দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পায় মুক্তিযোদ্ধা। কিন্তু মো. নাঈম তাদেরকে গোলবঞ্চিত করেন। ৫০ মিনিটে কোলো মুসার কিক করা বল ফিরিয়ে দেন তিনি।

এর ছয় মিনিট পর শেখ রাসেলের গোলরক্ষক নাঈম আরো একটি সেভ করেন। বক্সের মধ্যে থেকে মুসার শটকে এবারও থামিয়ে দেন তিনি।

গ্রুপ পর্বের দুটি ম্যাচের একটি ড্র ও একটি জয়ে চার পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল। আর একটি জয় ও একটি হারে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ আটে মুক্তিযোদ্ধা।