আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ক্যাটরিনার ভিডিও ভাইরাল!

ক্যাটরিনার ভিডিও ভাইরাল!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২০ , ৮:৪৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   আজ ক্যাটরিনা কাইফের জন্মদিন। এবার ৩৭ বছরে পড়লেন বলিউডের বার্বি ডল। লকডাউন এবং কোয়ারেন্টিন জীবন কাটানের ফলে এবারের জন্মদিন কোনও জাঁকজমক নেই ক্যাটরিনার। তবে জন্মদিনেও ক্যাটরিনাকে নিয়ে অব্যাহত একের পর এক বিতর্ক।

কখনও সালমন খান, রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার নাম জড়িয়ে শুরু হয়ে বিতর্ক। আবার কখনও গুশন গ্রোভারের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক। সবকিছু মিলিয়ে জন্মদিনেও ক্যাটরিনাকে নিয়ে শুরু হয় একের পর এক বিতর্ক।

বলিউডে আসার পর বুম দিয়ে অভিনয় জগতে পা রাখেন ক্যাটরিনা। বুম-এ গুলশান গ্রোভারের সঙ্গে ক্যাটরিনার চুম্বন দৃশ্য নিয়ে এক সময় জোর শোরগোল শুরু হয়। যা নিয়ে একেবারেই মাথা ঘামাননি ক্যাট। প্রসঙ্গত ২০০২ সালে মুক্তি পায় বুম।

বি গ্রেডেড ফিল্ম হিসেবে পরিচিত পেলেও, ক্যাটরিনা এবং গুলশান গ্রোভারের ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল হয়ে যায়। ফলে মানুষ ওই সিনেমা দেখতে শুরু করেন।

বলিউডে পা রাখার পর সালমনের বান্ধবী হিসেবে পরিচিতি পান ক্যাটরিনা। ওই সময় ক্যাটরিনার পোশাক নিয়ে শুটিং স্পটের মধ্যে সালমনের বিবাদ শুরু হয়। শুটিংয়ের মাঝেই ক্যাটরিনাকে সালমন চড় মারেন বলেও অভিযোগ।

সালমনের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনা রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ান। দুজনে সম্পর্কের কথা স্বীকার না করলেও, তাঁদের ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে উঠে আসে। যেখানে রণবীরের সঙ্গে বিকিনি পরে সৈকতে ঘুরে বেড়াতে দেখা যায় ক্যাটকে।