আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ক্যানসারে আক্রান্ত টেনিস লিজেন্ড নাভ্রাতিলোভা

ক্যানসারে আক্রান্ত টেনিস লিজেন্ড নাভ্রাতিলোভা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩, ২০২৩ , ৩:৪৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  গলা ও স্তন ক্যানসার ধরা পড়েছে সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড় মার্টিনা নাভ্রাতিলোভার। সোমবার ডব্লিউটিএ’তে বিবৃতির মাধ্যমে ভক্তদের এই দুঃসংবাদ দিয়েছেন টেনিসের কিংবদন্তি।

একক ও দ্বৈতে ৫৯ গ্র্যান্ড স্লাম জেতা নাভ্রাতিলোভা বলেছেন, ‘এই দুটি বাজে রোগ গুরুতর, কিন্তু নিরাময়যোগ্য। অনুকূল ফলাফলের আশা করছি আমি। হয়তো কিছুদিন কষ্ট হবে, কিন্তু আমার যা আছে তা দিয়ে লড়াই করে যাবো। ১৯৮১ সালে আমেরিকার নাগরিকত্ব পাওয়া নাভ্রাতিলোভা ২০১০ সালেও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এবং সেরে ওঠেন কয়েক মাসের লড়াইয়ে।

৬৬ বছর বয়সী কিংবদন্তি জানান, গত নভেম্বরে ডব্লিউটিএ ফাইনালস চলাকালে ক্যানসার বাসা বেঁধেছিল। ঘাড়ে লসিকা গ্রন্থি ফুলে যায়, সেরে না ওঠায় বায়োপসি করান। সবশেষ ক্যানসারটি প্রাথমিক ধাপে রয়েছে। আগামী সপ্তাহে শুরু হবে চিকিৎসা।

এ কারণে ১৬-২৯ জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকক্ষে থাকবেন না নাভ্রাতিলোভা। তবে সময় পেলে দূর থেকে ধারাভাষ্য দেবেন তিনি।