আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ক্রিকেট মাঠেই অধিনায়কের মৃত্যু

ক্রিকেট মাঠেই অধিনায়কের মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৪:০২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


11অনলাইন স্পোর্টস ডেস্ক: মাঠে আউট হওয়ার সঙ্গে সঙ্গে নিজের জীবনের ইনিংসও শেষ হয়ে গেল ক্রিকেটারের। তিনি আবার দলের অধিনায়কও। গত শনিবারের ঘটনা। সবকিছু ঠিকঠাক ছিল। স্কটিশ কাপের একটি ম্যাচ চলছিল। ইনভেরুরি ক্লাবকে নেতৃত্ব দিচ্ছিলেন কেনেথ ম্যাকলোড। ছিলেন ব্যাটিংয়ে। আউট হয়ে আর জীবিত ফিরতে পারলেন না। ড্রেসিং রুমে ফেরার পথে মাঠেই পড়ে মারা যান।

বালমোরালে ক্রাথি ক্লাবের সাথে খেলা ছিল শনিবার। ম্যাকলোডকে পড়ে যেতে দেখে দৌঁড়ে আসেন মাঠে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়রা। আসেন আম্পায়ার। চিকিৎসকরা মাঠে ঢুকলেন। কিন্তু বাঁচানো গেলো না ম্যাকলোডকে। খেলা পরিত্যক্ত হয় ওখানেই।

ম্যাকের বয়স হয়েছিল ৫০ এর একটু বেশি। ক্রিকেটের ওপর ভালোবাসা ছিল খুব। গলফে মন দিতে চেয়েছিলেন। কিন্তু ক্রিকেটের ভালোবাসায় সেটা আর হয়ে ওঠেনি। সেই কেনেথ ম্যাকলোড পৃথিবী ছাড়লেন ক্রিকেট মাঠ থেকেই।

বুধবার তার স্মরণে খেলোয়াড়রা এক হয়েছিলেন। সেখানেই তার সতীর্থ এক ক্রিকেটার বললেন, ম্যাকলোড স্বাভাবিকভাবেই ব্যাট করে গেছেন। কোনো সমস্যা বোঝা যায়নি। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথেই পড়ে গেলেন। আসলে এমন মৃত্যু মেনে নিতে সবারই কষ্ট হচ্ছে।