আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:৩২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


333খাগড়াছড়ি: খাগড়াছড়ির সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিদ্দিকুর রহমান (৫০) নামে এক হলুদ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেল চালক।

মঙ্গলবার (০৭ জুন ) রাত ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিদ্দিকুর রহমান খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চোংড়াছড়ি এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাগড়াছড়িতে কাজ শেষ করে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে দীঘিনালা যাচ্ছিলেন সিদ্দিকুর। পথে আট মাইল নামক এলাকায় দীঘিনালা থেকে আসা বাশ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে সিদ্দিকুর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত মোটরসাইকেল চলকের নাম জানা যায়নি।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. শামছ‍ুদ্দিন ভূইয়া বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকটির চালক পলাতক রয়েছেন।

নিহত ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।