আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি খালেদার জন্মদিনের অনুষ্ঠানে পুলিশের হানা, আটক ৮

খালেদার জন্মদিনের অনুষ্ঠানে পুলিশের হানা, আটক ৮


পোস্ট করেছেন: arif | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০১৬ , ৯:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


19-fghfghকাগজ অনলাইন প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে নগরীর হালিশহর থানা পুলিশ। তারা জন্মদিনের অনুষ্ঠানের আড়ালে নাশকতার জন্য জড়ো হয়েছিল বলে তথ্য ছিল পুলিশের কাছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় নগরীর হালিশহর থানার গলাচিপাপাড়া বারুণিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
জাতীয় শোক দিবসের দিন জন্মদিন পালন নিয়ে ব্যাপক সমালোচনার মধ্য এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেক কাটাসহ সব ধরনের অনুষ্ঠান বাতিল করেন।
এর মধ্যেও সোমবার বিকেলে জন্মদিনের ব্যানার ও কেক নিয়ে অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে নগরীর গলাচিপাপাড়ার বারুণীঘাটে স্থানীয় বিএনপি নেতা কিং আলী মামুনের অফিসে অভিযান চালায়।
হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম মহানগর বিএনপি’ লেখা ব্যানার, কেক, ছোরা, জিয়াউর রহমান-খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নিয়ে তারা জন্মদিন উদযাপনের জন্য জড়ো হয়। আমরা অভিযান চালিয়ে কিং আলী মামুনসহ আটজনকে আটক করেছি। ব্যানার-কেক-ছোরাসহ জিনিসপত্র জব্দ করা হয়েছে।
‘আমাদের কাছে খবর ছিল, বিএনপির নেতাকর্মীরা জন্মদিন উদযাপনের নামে জড়ো হয়ে নাশকতা করতে পারে। সেজন্য আমরা কিং আলীর অফিসের উপর নজরদারি বাড়িয়েছিলাম।’ বলেন ওসি।
আটক আটজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।