আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি খালেদা জিয়ার বাসভবনে জীবাণুনাশক স্প্রে

খালেদা জিয়ার বাসভবনে জীবাণুনাশক স্প্রে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২০ , ১:৫২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়। ডা. ফরহাদ হালিম ডোনার নেতৃত্ব একদল স্বেচ্ছাসেবী ফিরোজায় জীবাণুনাশক স্প্রে করেন। ডা. ফরহাদ হালিম বলেন, করোনাভাইরাস সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করতে এখনই সবার সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। না হয় চরম পরিণতি দেখার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে খালেদা জিয়ার বাড়ি ও আশপাশে জীবাণুনাশক স্প্রে করা হয়। জেডআরএফ সদস্য কৃষিবিদ সানোয়ার আলম বলেন, এই স্প্রে যেকোনও ধরনের জীবাণু, বিশেষ করে ডেঙ্গু নিধনে কার্যকর ভূমিকা রাখবে। আমরা গুলশান ও শ্যামলী এলাকায় আমাদের স্প্রে কার্যক্রম চালিয়েছি। ধারাবাহিকভাবে প্রতিদিনই আমরা এই কর্মকাণ্ড চালিয়ে যাবো। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলামসহ ছয় জনের একটি স্বেচ্ছাসেবক দল উপস্থিত ছিল।