আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২০ , ৪:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক :  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাত ৭টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার ফিরোজার বাসায় তার সঙ্গে মির্জা ফখরুল স্বাক্ষাৎ করেন বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পরে রাত ৯টা ৭ মিনিটে ফিরোজা থেকে বের হন বিএনপি মহাসচিব।

সাক্ষাতে দেশের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি, খালেদা জিয়ার শারীরিক বিষয় এবং বিএনপির রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এরআগে গত ১১ মে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল।

গত ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পেয়ে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় উঠেন অসুস্থ খালেদা জিয়া। বাসার দোতলায় চিকিৎসকদের পরামর্শক্রমে তিনি ১৪ দিন কোয়ারেইন্টাইনে ছিলেন। ওই ১৪দিন শেষ হওয়ার পর থেকে এখনো তিনি কোয়ারেইন্টানেই আছেন।

ওই সময় থেকেই লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান তার চিকিৎসার সব কিছু তত্ত্বাবধান করছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।