আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ খুলনায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

খুলনায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


56খুলনা: নগরীতে চলন্ত ট্রেনের ধাক্কায় মো. রায়হান (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর দৌলতপুর বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে (জিআরপি) থানার এসআই গৌতম কুমার পাল জানান, রায়হান দৌলতপুর বাজার রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।
এতে তিনি ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।