আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি খুলনায় বিএনপি-জামায়াতসহ গ্রেপ্তার ১০১

খুলনায় বিএনপি-জামায়াতসহ গ্রেপ্তার ১০১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৩:৪৪ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


Arrest - Copyখুলনা: দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে খুলনা জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের কর্মীসহ ১০১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, নগরীর ৮টি থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত-শিবির ও খেলাফত মজলিসের নেতাকর্মীসহ বিভিন্ন মামলার আসামিসহ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, মহানগর ছাত্র শিবিরের সাবেক হারুন অর রশিদ, খেলাফত মসলিস মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম শিকদার, দৌলতপুর থানা শিবিরের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, জামায়াত নেতা মিন্টু হোসেন ও মো. রুহুল আমিন। এছাড়া একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

খুলনা জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সিএ হালিম জানান, জেলার ৯ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জামায়াত ও বিএনপি কর্মীসহ বিভিন্ন মামলায় ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৯ জন জামায়াত ও ৩ জন বিএনপি কর্মী রয়েছেন।
এর আগে জেলায় বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার রাতে ৭০ জন ও বৃহস্পতিবার রাতে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়।