আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ খুলনায় স্থাপিত হচ্ছে করোনা সনাক্তের পিসিআর মেশিন

খুলনায় স্থাপিত হচ্ছে করোনা সনাক্তের পিসিআর মেশিন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২০ , ১:৫৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


খুলনা প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পরীক্ষা করারা জন্য পিসিআর মেশিন সোমবার (৩০ মার্চ) সকালে খুলনায় পৌছেছে। খুলনা মেডিকেল কলেজের তৃতীয় তলায় এ ম্যশিন স্থাপন করা হচ্ছে। বিকালে ঢাকা থেকে এক্সপার্ট এসে তদারকি করবেন। এ মেশিন দিয়ে আক্রান্ত সন্দেহে রোগীদের রক্ত পরীক্ষা করা হবে। আগামি শনিবার (৪ মার্চ) থেকে এখানে এই সেবা পাওয়া যাবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ ।

এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে খুলনায় এ পর্যন্ত ১৭৯৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর ৩২৯ জনকে মুক্ত করা হয়েছে । ২৪ ঘন্টায় খুলনা জেলার ৯ উপজেলায় ১৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া ৬০ জনকে মুক্ত করা হয়েছে বরে খুলনা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।

অন্যদিকে করোনাভাইরাস সংক্রমণরোধে কর্মসংকটে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে খুলনা জেলা প্রশাসনের পাশাপাশি নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী খুলনা ঘাটি খালিশপুরস্থ বানৌজা তিতুমীর। সোমবার (৩০ মার্চ) সকালে খালিশপুরস্থ বানৌজা তিতুমীর এলাকার হতদরিদ্রদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় হতদরিদ্র, অসহায়, কলকারখানা শ্রমিক, দিনমজুর ও কর্মসংকটে থাকা ৫শ পরিবারে ঘরে ঘরে যেয়ে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জীবানুনাশক বিতরণ করেছে নৌবাহিনী পরিবার কল্যান সংঘ ও নেভী অফিসার্স লেডিস ক্লাব চেয়ারম্যান শারমিন রহমান। করোনাভাইরাস সংক্রমণরোধে জনসমাগম এড়াতে নৌবাহিনী সামগ্রী বিতরণে এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। এ ছাড়া রোববার রাতে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন খুলনার ফুলতলা উপজেলা প্রশাসনকে সংগে নিয়ে এক শ’টি পরিবারে ঘরে ঘরে যেয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।