খ্রিস্টান ব্যবসায়ী খুন: আটক ভাড়াটিয়া ২ দিনের রিমান্ডে
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
নাটোর: নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ খুনের ঘটনায় গ্রেফতার ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামশুল আল আমিন এ আদেশ দেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাই বলেন, পুলিশ আটক ভাড়াটিয়া ট্রাকচালক আব্দুল্লাহ আল মামুন ওরফে সবুজ আলীকে সোমবার এ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করে।
মঙ্গলবার শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে মামুনকে সন্দেহের কারণ সম্পর্কে কিছু বলেননি এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, রবিবার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার খ্রিস্টানপাড়ায় নিজের দোকানে সুনীল গোমেজকে (৬০) কুপিয়ে খুন করা হয়।