আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// গণপরিবহন ছাড়তেই রাজধানীর সড়কে বিশৃঙ্খলা

গণপরিবহন ছাড়তেই রাজধানীর সড়কে বিশৃঙ্খলা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২০ , ৬:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  করোনার কারণে দীর্ঘ সরকারি ছুটির পর সড়কে যান চলাচলের শুরুতেই রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। যদিও ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন বলছে, এই সংকটের মধ্যে সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কাজ করছেন তারা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ছাড়া নিয়ন্ত্রণ করা কোনো ভাবেই সম্ভব না।
দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর পুরনো চেহারায় রাজধানী ঢাকা। তবে যান চলাচল স্বাভাবিক হওয়ার শুরুতেই সড়কের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার চিত্র ছিলো চোখে পড়ার মত। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে তৈরি হচ্ছে দীর্ঘ জটলা। করোনার পরিবর্তিত অবস্থায় সব মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করা সম্ভব হয়নি এখনো। কোথাও বা পুলিশের সামনেই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে পথচারী। মানা হচ্ছে না ট্রাফিক সিগন্যালও।
এমন পরিস্থিতিতে সড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় আগেই মতোই তদারকির দাবি সাধারণ মানুষের। এক পথচারী বলেন, ট্রাফিক ব্যবস্থা অনেক পরিবর্তন করা উচিত।
আরেকজন বলেন, যারা বেপরোয়া ভাবে চলাচল করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।  সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে আলাদা মনিটরিং টিম গঠনের কথাও বলছেন তারা। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, আবার গণপরিবহন চলাচলের এই সময়তে সরকার একটি সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা কার্যকর করতে পারতো। পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর এই সুযোগ সরকার হেলায় হারাতে দেবে না আশা করি।