আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গভীর রাতে ফুটপাতে কাঁদছিল নবজাতক!

গভীর রাতে ফুটপাতে কাঁদছিল নবজাতক!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৪, ২০২১ , ১২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর ফুটপাত থেকে এক নবজাতকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত পৌনে ২টার দিকে জিইসি মোড় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, আল আমিন নামের এক স্থানীয় বাসিন্দা রাতে বাসার নিচে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে নিচে নেমে গিয়ে দেখেন ফুটপাতে একটি কন্যাশিশু কান্না করছে।
পরে তিনি জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, হাসপাতালে ভর্তির সময় শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল। ভোর ৪টার দিকে অবস্থার উন্নতি হয়েছে। নবজাতককে ফুটপাতে যে বা যারা রেখে গেছেন, তাদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।