আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন গরমে সুইসুতা’র পোশাক

গরমে সুইসুতা’র পোশাক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ২:৪১ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


23অনলাইন ফ্যাশন ডেস্ক: ফ্যাশন হাউস সুইসুতা নিয়ে এসেছে বাহারি সব ডিজাইনের গরম উপযোগী আকর্ষণীয় পোশাক। এসব পোশাকের মধ্যে টি-শার্ট, পলো-টি-শার্ট, ও শার্ট ইত্যাদি সব আলাদা করে গুরুত্ব দিয়ে তৈরি করেছে সুইসুতা।

এছাড়া পাঞ্জাবী, পায়জামা ও ফতুয়া রয়েছে সুইসুতা ফ্যাশন হাউজে।

দেশীয় ঐতিহ্যের ধারক আজিজ সুপার মার্কেট এর বুটিক পাড়ায় অবস্থিত ‘সুইসুতা’র কর্ণধার এবং ডিজাইনার অর্ক রহমান সুমন জানান, ‘আমরা এই গরম উপলক্ষ্যে হাল ফ্যাশনের চাহিদার কথা মাথায় রেখে নান্দনিক ডিজাইনের সব পোশাক তৈরি করেছি। আশা করছি পোশাকগুলো ক্রেতাদের দৃষ্টি কাড়বে।’

ঠিকানা: ৩৪ ২য় তলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা -১০০০।

মুঠোফোন: ০১৯১৩৭৪৪৪৫০, ০১৯১-৫২২৪৮৮২,

আউটলেট: হাজী সুলতান উদ্দিন শপিং কমপ্লেক্স, বাজীর মোড়, নরসিংদী।