আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় গরু আনা-নেওয়াকে কেন্দ্র করে সীমান্ত হত্যা বাড়ছে

গরু আনা-নেওয়াকে কেন্দ্র করে সীমান্ত হত্যা বাড়ছে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ২:১০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


bgbকাগজ অনলাইন প্রতিবেদক: ভারতীয় গরু আনা-নেওয়াকে কেন্দ্র করে সীমান্ত হত্যা বাড়ছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (০২ জুন) দুপুর সাড়ে ১২টায় (বিজিবি) পিলখানায় সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, অবৈধ পন্থায় সীমান্ত দিয়ে প্রতিদিন বাংলদেশে গরু আনা হয়। এ গরু আনা-নেওয়ার সময় সীমান্তে হত্যাকাণ্ড ঘটে। এটি বন্ধ হলে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে।

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য সহনশীল রাখতে বিজিবি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্য আমরা ঢুকতে দিচ্ছি।

প্রথমবারের মতো বিজিবিতে নারী সদস্য নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আগামী ৫ জুন (রোববার) নিয়োগপ্রাপ্তরা আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করবেন বলেও জানান বিজিবি মহাপরিচালক।