আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গাইবান্ধায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩৫

গাইবান্ধায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩৫


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Gaibandaগাইবান্ধা: গাইবান্ধার সাত উপজেলায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিএনপির এক কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১০ জুন) রাত থেকে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারধর, ভাঙচুর, মাদক ও নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আসাদুজ্জামান আসাদ।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।