আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গাজীপুরে ট্রাকচাপায় শিশু নিহত

গাজীপুরে ট্রাকচাপায় শিশু নিহত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৬, ২০২১ , ১১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ট্রাকচাপায় হৃদয় (১০) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় কাজিমউদ্দিন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে চট্টগ্রাম জেলার মিরেরসরাই থানার কাটাচরা গ্রামের মো. মজিবুল হকের ছেলে। এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক চালকের নাম ফুলমিয়া (৩৫), তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার ঝাউডাঙ্গা গ্রামের মৃত্যু নাঈম উদ্দিনের ছেলে। তিনি নগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় পরিবারের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তার বারবৈকা উত্তরপাড়া সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকত। নিজ প্রয়োজনে সে দুপুরে তেলিপাড়ার কাজিমউদ্দিন মার্কেটের সামনে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি ট্রাকচাপা দিলে ঘটনাস্থলে হৃদয়ের মৃত্যু হয়। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি মো. কামরুল ফারুক জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।