আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস গেইলের অভিযোগ উড়িয়ে দিলেন সারওয়ান

গেইলের অভিযোগ উড়িয়ে দিলেন সারওয়ান


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২০ , ৬:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সাবেক সতীর্থের ওপর ভীষণ খেপেছেন ক্রিস গেইল। জ্যামাইকা তাল্লাওয়াহস থেকে বাদ পড়ার কারণ হিসেবে দায়ী করেছেন তিনি রামনরেশ সারওয়ানকে। ইউটিউব ভিডিওতে সাবেক এই ব্যাটসম্যানকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। অবশেষে নীরবতা ভাঙলেন সারওয়ান। গেইলের আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। সামনের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল গোছাচ্ছে। এই অবস্থায় অনেক দল খেলোয়াড়ও ছেড়ে দিয়েছে। জ্যামাইকা যেমন বিদায় করে দিয়েছে গেইলকে। এই ফ্র্যাঞ্চাইজি থেকে নাম কাটা যাওয়ার নেপথ্যে কলকাঠি নাড়িয়েছেন সারওয়ান, এমন অভিযোগই তোলেন গেইল। জ্যামাইকার সহকারী কোচের দায়িত্বে থাকা সারওয়ানের ওপর নিজের সব রাগ উগড়ে দেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। ইউটিউব ভিডিওতে গেইল জানিয়েছিলেন, সারওয়ানের কারণেই জ্যামাইকা ছেড়ে দিয়েছে তাকে। এজন্য তিনি সারওয়ানকে উপস্থাপন করেন ‘বিষাক্ত সাপ’, ‘করোনার চেয়ে ভয়ঙ্কর’, ‘মানুষরূপী শয়তান’ হিসেবে। এত বাজে কথা শোনার পরও চুপ ছিলেন সারওয়ান। অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান। নিজের ফেসবুক পেজে সারওয়ান বলেছেন, ‘২০২০ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তাল্লাওয়াহসের দলে গেইলকে না রাখার ব্যাপারে নেওয়া সিদ্ধান্ত কিংবা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সঙ্গে আমার জড়িত থাকা বিষয়টি আমি পুরোপুরি অস্বীকার করছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘ওই ভিডিওতে আমার ওপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং আমার নাম কলঙ্কিত করা হয়েছে।’ বয়সভিত্তিক ক্রিকেট একই সঙ্গে শুরু করেছিলেন গেইল ও সারওয়ান। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় খেলেছেন একসঙ্গে। কিন্তু গেইল জানিয়েছেন, বরাবরই সারওয়ানের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। সাবেক সতীর্থ সম্পর্কে তিনি বলেছেন, ‘সারওয়ান, তুমি এই মুহূর্তে করোনাভাইরাসের চেয়েও খারাপ। তুমি একটা সাপ। তুমি প্রতিহিংসাপরায়ণ। এখনও অপরিণত। এখনও পেছন থেকে ছুরি মারো। নিজেকে কবে বদলানোর পরিকল্পনা তোমার?’ যদিও সারওয়ানের কণ্ঠে গেইলের প্রশংসাই ঝরেছে। সাবেক এই ব্যাটসম্যানের বক্তব্য, ‘ক্যারিয়ারের শুরু থেকে আমি গেইলের সঙ্গে খেলেছি। ওর অসাধারণ প্রতিভার জন্য আমি সবসময়ই ওকে সম্মান করি। ও আমার সতীর্থ এবং সবচেয়ে বড় কথা কাছের একজন বন্ধুও। তার এমন অভিযোগে আমি হতবাক।’