আজকের দিন তারিখ ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় গেন্ডারিয়ায় ৩ ডাকাত ও ওসি গুলিবিদ্ধ

গেন্ডারিয়ায় ৩ ডাকাত ও ওসি গুলিবিদ্ধ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১১:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


666কাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় তিন ডাকাত এবং থানার ওসি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার ভোর ৪টার দিকে গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান গুলিবিনিময়ের তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে গেন্ডারিয়া থানাধীন নামাপাড়া মসজিদের পাশে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি করলে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। এরা হলেন সজীব (২০), স্বপন (২০), মিলন (২৮)।

এ ঘটনায় ওসি নিজেও বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি আছেন তিনি।