আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গৌরনদীতে মাদরাসাছাত্রীকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ

গৌরনদীতে মাদরাসাছাত্রীকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০২১ , ১১:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার এক মাদরাসাছাত্রীকে (১৭) আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ধর্ষণের শিকার ঐ ছাত্রী বাদী হয়ে অভিযুক্ত ইমরান হাওলাদারকে (২১) আসামি করে সোমবার রাতে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামি ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাবুদ্দিন জানান, তিন মাস আগে মোবাইল ফোনে উপজেলার ডুমুরিয়া গ্রামের শাহ্আলম হাওলাদারের ছেলে রাজমিস্ত্রি ইমরান হাওলাদারের সঙ্গে মাদ্রাসার ঐ ছাত্রীর প্রেম হয়। গত ২১ মে ঐ ছাত্রীকে আশুলিয়া থানাধীন নবীনগর এলাকার একটি বাসায় নিয়ে যান ইমরান।
সেখানে আট দিন আটকে রেখে জোরপূর্বক ঐ ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করে ইমরান। গত ২৯ মে গৌরনদীর সমরসিংহ গ্রামে ঐ ছাত্রীর এক আত্মীয়ের বাড়িতে মেয়েটিকে রেখে পালিয়ে যান। শারীরিক পরীক্ষার জন্য ঐ ছাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।