আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গ্যাসের চুলা থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৬

গ্যাসের চুলা থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৬


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩০, ২০২২ , ৩:৪০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


কেরানীগঞ্জ প্রতিনিধি :  গ্যাসের চুলার লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনে ঢাকার কেরানীগঞ্জ থানার জিনজিরা মান্দাইল এলাকায় একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শাহাদাত হোসেন (২০), ইয়াসিন (১২), সোনিয়া (২৬), মারিয়া (৮), বেগম (৬০), ইদুনি বেগম (৫০)।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় বাসিন্দা সাকিব জানান, ভোরে রান্না করার সময় গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ হয়। পরে দগ্ধ ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।