আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস গ্র্যান্ড স্ল্যামে নাওমির জয়

গ্র্যান্ড স্ল্যামে নাওমির জয়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২১ , ১:৪৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহারের পর নিউইয়র্কের অনুষ্ঠিত ইউএস ওপেনের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখলেন নাওমি ওসাকা। চেক তারকা বৌজকোভাকে হারিয়ে আরও একবার খেতাব উঠল জাপানি তারকার হাতে। প্রথম রাউন্ডে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়েছেন ৮৭তম বাছাই বৌজকোভাকে।তিন নম্বর বাছাই ওসাকা পরের রাউন্ডে মুখোমুখি হবেন ১৪৫তম বাছাই সার্বিয়ার ওলগা দানিলোভিচের।
নাওমি ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেন জেতেন। ২০১৯ ও ২০২১ সালে জেতেন অস্ট্রেলিয়ান ওপেন। গত মে মাসে রোলাঁ গারোঁ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ওসাকা। ২০১৮ সালে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জয়ের পর ‘দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন’ জানান তিনি। গত জুনের উইম্বলডনে চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ওসাকাকে দেখা যায়নি। তবে ঘরের মাটিতে হওয়া টোকিও অলিম্পিক দিয়ে প্রতিযোগিতামূলক লড়াইয়ে ফেরেন তিনি। কিন্তু বিদায় নেন তৃতীয় রাউন্ড থেকে। আবার আর্থার অ্যাশ স্টেডিয়োমের কোর্টে নেমে জয়ের পর ‘সত্যিকারার্থে আরামদায়ক’ অবস্থায় আছেন জানান ওসাকা। সেই সঙ্গে দর্শকদের সামনে খেলতে পেরে আনন্দিতও জানান তিনি। করোনা মহামারির কারণে গত বছরের ইউএস ওপেন হয়েছিল দর্শকবিহীন বা ক্লোজড ডোর অবস্থায়।