ঘরবন্দি অভিনেত্রী সোহানা সাবা যা বললেন..
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২০ , ৬:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে প্রতিবেদক : অভিনেত্রী সোহানা সাবা। দুই পর্দার দর্শকের কাছেই সমাদৃত তিনি। তবে লকডাউনের পুরো সময় ঘরবন্দি ছিলেন এই অভিনেত্রী। লকডাউন শেষ হলেও এখনো ঘরেই থাকছেন। খুব শিগগিরই শুটিংয়েও ফিরছেন না। সাবা বলেন, শুটিংয়ের পরিকল্পনা এখন নেই। তবে শুটিং শুরুর বিষয়টিকে আমি স্বাগত জানাই। কারণ এই শিল্পের সঙ্গে অনেক মানুষ যুক্ত। লকডাউনের এ সময়টায় অনেকেই উপার্জন করতে না পেরে মানবেতর জীবনযাপন করেছেন। অন্তত তারা এখন উপার্জনে নামতে পারবেন। আর দীর্ঘমেয়াদে এই সংকট যদি চলমান থাকে, আর কাজ যদি বন্ধ থাকে তাহলে খুব খারাপ একটি পরিস্থিতি তৈরি হতে পারে। চলতি সময়টায় তাহলে কী করবেন বলে ভেবেছেন? সাবা বলেন, গত তিন মাস যেভাবে কাটিয়েছি সেভাবেই কাটাবো। তবে কিছু কাজের পরিকল্পনা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলো শুরু করবো। প্রযোজনায় আসার কথাও কিছুদিন আগে জানিয়েছিলেন। সেটার কি খবর? এ প্রসঙ্গে তিনি বলেন, কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামছি। একটি ওয়েবভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে আমার কাজের বিষয়ে চুক্তি হয়েছে। তাদের জন্য আমার প্রযোজনা সংস্থা ‘খামারবাড়ী প্রোডাকশন হাউস’ থেকে দুটি সিনেমা এবং একটি ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি চলছে। গল্প এরইমধ্যে চূড়ান্ত হয়েছে। এখন অভিনয়শিল্পী নির্বাচনের কাজ করছি। লকডাউনের আগে সাবা একটি ছবির শুটিং শুরু করেছিলেন। সে বিষয়ে তিনি বলেন, আফজাল হোসেনের পরিচালনায় ‘মানিকের লাল কাঁকড়া’ ছবির কাজ করেছি। ঢাকার অংশের শুটিং শেষ হয়েছে। গ্রামের অংশের দৃশ্যায়ন হওয়ার কথা ছিলো এপ্রিলে। কিন্তু তার আগেই লকডাউন হয়ে গেলো। এদিকে গেলো ১লা জুন থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছে এই অভিনেত্রীর ‘মধ্যবর্তিনী-২’ শিরোনামের সিরিয়াল। এর আগের সিজনেও তিনি অভিনয় করেছেন। এছাড়া দীপ্ত টিভির আয়োজন ভালো হয়। তাই এটিতে কাজ করেছি।