আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ঘাটাইলে আধিবাসীর জমি জবরদখলের অভিযোগ

ঘাটাইলে আধিবাসীর জমি জবরদখলের অভিযোগ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৭:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


টাঙ্গাইল (ঘাটাইল) : টাঙ্গাইলের ঘাটাইলে এক আদিবাসী পরিবারের জমি জবর দখল করে প্রতিপক্ষ ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নবগঠিত সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী ইছারচালা গ্রামে। বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘাটাইল থানায় লিখিত অভিযোগ করেছে আধিবাসী ফুরেন্দ্র চন্দ্র বর্মণ। লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ইছারচালা গ্রামের আদিবাসী মৃত খগেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে ফুরেন্দ্র চন্দ বর্মণ। সাগরদিঘী মৌজায় তাদের ১৬ শতাংশ জমি রয়েছে। একই উপজেলার ফুলমালিরচালা গ্রামের মহানন্দসহ আরো কয়েকজন উক্ত জমি জোরপূর্বক জবর দখল করে নিয়েছেন। জবর দখলকৃত জমিতে তারা ঘরও নির্মাণ করেছেন। অভিযোগে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক ফুরেন্দ্র চন্দ্রেকে ভয় দেখিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে কৌশলে বায়নানামা তৈরি করেছেন বলে উল্লেখ করা হয়েছে। সাগরদিঘী ইউনিয়ন চেয়ারম্যান হেকমত সিকদার তাদের জবর দখলের কাজে সহায়তা করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। প্রতিপক্ষ মহানন্দ বলেন, জমিটি ৩ লাখ ৪০ হাজার টাকায় ক্রয় করে ৩ লাখ টাকা পরিশোধ করে বায়নাপত্র করা হয়েছে। করোনা পরিস্থিতির কারনে অফিস বন্ধ থাকায়  দলিল রেজিস্ট্রি করা সম্ভব হয়নি। তাদের উপস্থিতিতে জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। তাই জবর দখল কারার কোনো প্রশ্নই আসে না। সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। দুই পক্ষের সম্মতিতে ফুরেন্দ্র চন্দ বর্মণ জমিটি বিক্রি করে মূল্য গ্রহণ করে বায়নানামা করেছেন বলে আমি শুনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করা হচ্ছে। উভয় পক্ষকে বিরোধীয় জমিতে আর কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশ প্রদান করা হয়েছে।