আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন চটেছেন রাভিনা

চটেছেন রাভিনা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৩:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনেরে শেষে ডেস্ক : বলিউডের একসময়ের জনপ্রিয় অভবিনেত্রী রাভিনা ট্যান্ডন। অন্য তারকাদের সঙ্গে তাল মিলিয় তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ সক্রিয়। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও তার ভূমিকা প্রশংসনীয়। তবে এবার ভিন্ন এক প্রসঙ্গের অবতারণা করলেন তিনি। করোনার এই ক্রান্তিকালেই লকডাউনের নিয়ম ভঙ্গ করে বিয়ে সেরেছেন কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামীর ছেলে নিখিল কুমারাস্বামী। আর এতে বেজায় চটেছেন রাভিনা। ভারতের ২১ দিনের লকডাউন শেষে এর মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করছে সরকার। সামাজিক দূরত্ব বজায় রাখাই যেখানে করোনাভাইরাস থেকে মুক্তির উপায়, সেখানে ঘটা করে সাবেক মুখ্যমন্ত্রীর ছেলের বিয়ে মেনে নিতে পারছেন না অনেকে। বেঙ্গালুরুর সাবেক গৃহায়ণ মন্ত্রী এম কৃষ্ণাপ্পার আত্মীয় রেবতীর সঙ্গে সাতপাকে বাধা পড়েছেন নিখিল। আর এই বিয়েকে কেন্দ্র করে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। রাভিনাও তার মতামত জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।তিনি লিখেন, অনেক মানুষই যে তাদের পরিবারের কাছে যেতে পারছেন না ও ক্ষুধার্ত অবস্থায় আছেন এবং অন্যরা তাদের সাহায্যের চেষ্টা করছেন, সে সম্পর্কে নিশ্চয়ই ছোট মনের মানুষেরা সচেতন নন। ব্যুফেতে কী পরিবেশন করা হয়েছে, তা নিয়ে আমি আশ্চর্য! বিয়েতে প্রচুর লোকসমাগম হয়েছিল ও তাদের কেউই মাস্ক পরিধান করেননি এবং সামাজিক দূরত্ব মে।নে চলেলনি। একশ জনেরও বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন ওই বিয়েতে। দুর্যোগকালে এমন আয়োজনে ক্ষেপেছেন নোটিজেনরাও। তারাও একহাত নিয়েছেন আয়োজকদের। ভারতে প্রতিদনই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে।