আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন চতুর্থ পরীক্ষাতেও করোনা পজিটিভ কণিকা

চতুর্থ পরীক্ষাতেও করোনা পজিটিভ কণিকা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২০ , ২:১৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর। নিজেই টুইট করে এ খবর জানান তিনি দিন দশেক আগে। তবে এরপর চারবার পরীক্ষা করা হয়েছে। আর প্রত্যেকবারই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে এখন চিন্তিত কণিকার পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক কণিকা কাপুরের পরিবারের এক সদস্য ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কণিকার রিপোর্টে তারা উদ্বিগ্ন। কণিকা হয়তো চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। দেশের এই লকডাউনের পরিস্থিতিতে আমরা যে কণিকাকে আরও ভালো চিকিৎসার জন্য বিমানে করে অন্য কোথাও নিয়ে যাবো, সেটাও করতে পারছি না। এখন আমরা শুধু প্রার্থনা করতে পারি। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন এই মুহূর্তে কণিকা অনেকেটাই ভালো আছেন। গত ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন কণিকা কাপুর। করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসার পর ২০ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি থাকাকালীন কণিকার বিরুদ্ধে চিকিৎসক, নার্স, ও হাসপাতাল কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে। এ ছাড়া যুক্তরাজ্য থেকে ফিরে করোনাভাইরাস নিয়ে কয়েকটি পার্টিতে অংশ নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।