আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস চমকে দেওয়া পারফরম্যান্সে চ্যাম্পিয়ন সুইয়াটেক

চমকে দেওয়া পারফরম্যান্সে চ্যাম্পিয়ন সুইয়াটেক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২০ , ১১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনে চমক দেখালেন পোলিশ টিনেজার ইগা সুইয়াটেক। সর্বনিম্ন র‌্যাঙ্কিংধারী নারী খেলোয়াড় হিসেবে লাল দুর্গে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন। ফাইনালে হারিয়ে দিলেন মার্কিন তারকা সোফিয়া কেনিনকে। সাবেক জুনিয়র উইম্বলডন চাম্পিয়ন ১৯ বছরের সুইয়াটেক রোলাঁ গারোর ইতিহাসে নিজের নাম লেখালেন দ্রুতবেগে। ফাইনালের লড়াইয়ে চতুর্থ বাছাই বাছাই কেনিনকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে ছিনিয়ে নিলেন চ্যাম্পিয়নের তকমা। এখানেই শেষ নয়। অবাক করার খবর আছে আরও। পুরো আসরে একটি সেটও হারেননি অবাছাই সুইয়াটেক।
পোল্যান্ডের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে টেনিসের একক ইভেন্টের মেজর ট্রফি জয়ের কৃতিত্ব গড়লেন সুইয়াটেক। ১৯৯২ সালে মনিকা সেলেসের পর সর্বকনিষ্ঠ ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে গেলেন তিনি।