আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম

চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৬, ২০২০ , ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্লাটফর্মে ভার্চুয়ালি এসব এজিএম অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এজিএমে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে ঘোষিত লভ্যাংশসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে পাশ করা। ডিএসইর তথ্যমতে, রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এজিএম ২৮ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১২ শতাংশ লভ্যাংশ দেবে।
ইউনাইটেড পাওয়ার অ্যান্ড জেনারেশন ডিস্ট্রিবিউশনের ইজিএম অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর সকাল ১১টায়।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এজিএম ২৯ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে। ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এজিএম ২৯ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।