চাঁদপুরে রেড জোন কার্যকরের আগ পর্যন্ত আক্রান্তের বাসা-বাড়ি লকডাউন
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২০ , ৬:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
চাঁদপুর প্রতিনিধি : স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিহ্নিত রেড জোন চাঁদপুরে লকডাউন কার্যকর নতুন পদ্ধতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে শহর এলাকায় শুধুমাত্র করোনায় আক্রান্ত ব্যক্তির বাসা/ভবন লকডাউন থাকবে, আর গ্রামে আক্রান্ত ব্যক্তির নিজ বাড়িসহ আশপাশের ৩-৪টি বাড়ি লকডাউন করা হবে। তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা করোনা বিষয়ক প্রতিরোধ কমিটির এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। কমিটির সদস্যরা যার যার জায়গায় অবস্থান করে এই সভায় যোগ দেন। সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।