বাউফলে চাঁদা না দেয়ায় ২জনকে কুপিয়ে আহত
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৩ , ৬:২৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
বাউফল প্রতিনিধি : চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কুপিয়ে আহত করা হয়েছে সফিক মৃধা (৫৫) ও বেল্লাল মৃধা (৩২) নামে দুই জনকে। আজ শনিবার (৮ জুলাই) সকালে পটুয়াখালীর বাউফলের বগা ইউপির শাপলাখালী গ্রামে ঘটে এ ঘটনা।
স্থানীয়রা কয়েকজন জানায়, এক তুচ্ছ ঘটনায় মাস সাতেক আগে স্থানীয় সফিক মৃধা নামে একজন দশ হাজার টাকা চাঁদা দাবি করেন একই এলাকার মৃত সিরাজ উদ্দিন মৃধার স্ত্রী রেহেনা বেগমের (৫৫) কাছে। এতে অস্বীকৃতি জানালে বেল্লাল, হোসেন ও হাসান নামে রেহেনা বেগমের তিন ছেলেকে মারধর করে সফিক মৃধার লোকজন। মারধরের স্বীকার হয়েও তাদেরই ক্রমাগত চাপে গ্রাম ছেড়ে ঢাকা চলে যায় রেহেনার ওই তিন ছেলে। তবে এবার ঈদে বাড়ি ফেরে তারা। সকালে স্থানীয় লতিফ খানের দোকানের সামনে পেয়ে সফিক মৃধা, তার ছেলে মোফাজ্জেল, ভাতিজা বাবাবুসহ ৪-৫ জন মিলে পূনরায় ওই চাঁদা দাবি করে এবং অস্বীকৃতি জানালে পিটিয়ে ও কুপিয়ে আহত করে বেল্লালকে। এ খবরে ছুটে গেলে মারধর করা হয় হোসেন ও হাসানকেও। আহত হন সফিক মৃধাও। আহত সফিক মৃধাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ও বেল্লালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এ খবর লেখা পর্যন্ত (বিকাল পৌনে ৫টা) কোন পক্ষেরই অভিযোগ পাওয়া যায়নি জানায় বাউফল থানার ওসি আরিচুল হক।