আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চান্দিনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চান্দিনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ৪:২৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Chandina-pic-চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ মে) দুপুরে দিশা আলোঘর সবুজ দলের উদ্যোগে উপজেলার বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর মাঝে আম্রপালীর চারা বিতরণ করা হয়। এতে ২০টি গ্রুপের ৫শ’ জন শিক্ষার্থীকে এ চারা দেওয়া হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম।

সেখানে বিশেষ ছিলেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন, মুক্তিযোদ্ধা আবদুল খালেক, ডা. রুহুল আমিন, জয়নাল হোসেন, প্রধান শিক্ষক তপন চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক কাজী মাসুদ আবদুল কাদের, ইউপি মেম্বার আওলাদ হোসেন, বরকইট আলোঘর শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির, প্রোগ্রাম অফিসার সামসুল হক ও কামাল হোসেন প্রমুখ।