‘চীনের বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৩১
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২৩ , ৪:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : চীনে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন। চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে স্থানীয় সময় বুধবার রাত ৮টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়, ফুয়াং বারবিকিউ রেস্তোরাঁয় এলপিজির ছিদ্র থেকে বিস্ফোরণ ঘটেছে। রেস্তোরাঁ থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। কাচসহ বিভিন্ন জিনিসপত্রের ভাঙা টুকরা চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।বিস্ফোরণে শরীরে ঢুকে যাওয়া কাঁচের টুকরো এবং অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে আরও ৭ জন চিকিৎসাধীন আছেন। সিনহুয়া জানিয়েছে, এ ঘটনার পর প্রেসিডেন্ট শি জিনপিং সংশ্লিষ্ট স্থানগুলোতে কঠোর নিরাপত্তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।প্রেসিডেন্ট আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক পদক্ষেপ নিতে বলেছেন।