আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৩:৩৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Chuadangaচুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে সড়ক দুর্ঘটনায় আতিয়ার রহমান (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (০৬ জুন) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আতিয়ার রহমান আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের মৃত নূর বক্সের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আলমসাধু যোগে চিৎলা এলাকা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন আতিয়ার রহমান। এসময় আলমসাধু থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘ‍াত পান তিনি। আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।